মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ ইং, সকাল ৬:৪১

মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

ডেস্ক রিপোর্ট ।। মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ এর ঝিলপাড় বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।