ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী আহমদ মাইনুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, এডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর, মোঃ জাফরুল্লাহ, সভাপতি জেলা জাতীয় পার্টি পটুয়াখালী,
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুবুল আলম, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী, আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ, সভাপতি জেলা ইমাম পরিষদ পটুয়াখালী, হাফেজ মাওলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম, পেশ ইমাম জেলা মডেল মসজিদ পটুয়াখালী, দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।