বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
সাংবাদিকদের লেখনীর কারণেই জবাবদিহিতা সৃষ্টি হয় :বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত ইউএনও আমাকে একটি সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হয়েছে বরিশালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ বরিশালে এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর প্রতিষ্ঠা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাংচুর আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই : ডা. শফিকুর রহমান আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস যুক্তরাজ্যে মিলেছে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান বিজিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ নভেম্বর ২০২৪ সকাল ১১টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মূলত সেপ্টেম্বর/২৪ ও অক্টোবর/২৪ মাসের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ, সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনকারি গাড়ির বিরুদ্ধে দেওয়া প্রসিকিউশন, মাদক উদ্ধার, চোরাচালান, যানজট, অবৈধ স্থাপনাসহ অন্যান্য বিবিধ বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময়ে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, আমাদের সকল কাজকর্ম অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে হবে এবং জনসাধারণের উপর মানবিক আচরণ প্রদর্শন করে সেবা প্রত্যাশীদের নিকট পুলিশের নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, মহাসড়কে চলাচল নিষিদ্ধ সকল যানবাহন, থ্রি হুইলার ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়াও তিনি মহাসড়ক থেকে সব ধরনের কাঁচাবাজার, দোকানপাট ও অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করতে নির্দেশনা প্রদান করেন। মহাসড়কে চলাচলকারী সকল পণ্যবাহী গাড়ি ও যাত্রী সাধারণ যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করতে হাইওয়ে পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশে কর্মরত সকল ডিআইজিবৃন্দ, সকল অতিরিক্ত ডিআইজিবৃন্দ, হাইওয়ে পুলিশের ৮টি রিজিয়ন এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার বৃন্দ, হাইওয়ে হেডকোয়ার্টারের পুলিশ সুপার (এডমিন) প্রমুখ। এ ছাড়াও হাইওয়ে পুলিশের সকল সার্কেল অফিসার, হাইওয়ে পুলিশের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।