ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ই নভেম্বর ২০২৪ দুপুর ১২ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যারা ড্রাইভিং পেশায় কাজ করতে আগ্রহী তাদের জন্য গঠিত কমিটি কর্তৃক কুমিল্লা রিজিয়নে এক ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মূলত ড্রাইভিং পেশায় আগ্রহী হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে কর্মরত পুলিশ সদস্যদেরকে রোড টেস্ট, জিগজ্যাক টেস্টসহ ড্রাইভিং সংক্রান্ত অন্যান্য সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস (ড্রাইভিং লাইসেন্স হালকা, মাঝারি ও ভারী) যাচাই বাছাই করে ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল ও সদস্য সচিব মোটর ড্রাইভিং পরীক্ষা গ্রহণ কমিটি /২৪, মো: আদেল আকবর, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন কুমিল্লা রিজিয়ন ও সদস্য মোটর ড্রাইভিং পরীক্ষা গ্রহণ কমিটি /২৪, মো: রেজাউল করিম, এসআই ( নি:) ইনচার্জ, মোটরযান শাখা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সদস্য মোটর ড্রাইভিং পরীক্ষা গ্রহণ কমিটি /২৪।