বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের নের্তৃত্বে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের নের্তৃত্বে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই)দুপুর ১২ টার দিকে শহরের কালিনাথ রায়ের বাজার থেকে শুরু হয়ে এ মহড়াটি ভোলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন শৃংখলা রক্ষা ও জন নিরাপত্তা নিশ্চিত করনের নিমিত্তে এ নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন,স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করুন, সড়কে কেউ কোথাও চাঁড়াবাজির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত জরুন।জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় মাঠে থেকে সেবা দিয়ে যাচ্ছে।জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে আমাদের প্রচেস্টা অব্যাহত থাকবে।

এ সময় ভোলা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহসিন আল ফারুক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।