বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বন্যায় ভেসে গেছে তাদের ঈদ আনন্দ

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  মহামারী করোনা ভাইরাসের মধ্য কারনে চলছে বন্যার উপদ্রুব।সবকিছু মিলিয়ে ভাল নেই তারা। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মানুষ বন্যায় এক কঠিন সময় পার করছেন।কমে গেছে তাদের আয়-উপার্জন।

সরেজমিনে বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা অজানা কঠিন ও সময়ের মুখোমুখি।

বানিয়াচং উপজেলার ৪নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামের হেকিম উল্লা জানান, নিজের বসত বাড়ী বন্যার পানিতে ডুবে গেছে।দুই সপ্তাহ যাবৎ আত্মীয়র বাড়িতে পরিবারের লোকজন নিয়ে থাকি।আমাদের কিসের ঈদ। খুবই দুরবস্থায় আছি।

বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া‘র বন্দের বাড়ী এলাকার শাহেনা বেগম জানান, বসত ঘরে পানি উঠে গেছে। ঘরের মধ্যে মাচা বেধে আছি। কোথাও যাবার জায়গা নাই। এরমধ্যে ঈদ যে আসছে সেইটা আমরার মনেই অয় নাচ্। এইবার আমরার কোন ঈদও নাই,ঈদের খুশিও নাই।

বানিয়াচং ৩নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের ঈনাতখানী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই প্রবাসী জানান, করোনা ভাইরাসের কারনে খুবই সংকটে আছি। দীর্ঘদিন যাবৎ দুবাই ছিলাম। প্রবাস থেকে ইনকাম করে টাকা পাঠিয়েছি পরিবারের লোকজনের জন্য। সবাই মিলে আনন্দের সাথে ঈদ পালন করেছেন।

ছুটিতে দেশে এসে আর যেতে পারি নাই। এইবার আমার পরিবারের লোকজন ঈদের আনন্দ থেকে বঞ্চিত।প্রতি বছরই ঈদে কোরবানি দেওয়া হতো এবার আর কোরবানি দেওয়া সম্ভব না।