অনলাইন ডেস্ক রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। আবারো মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগায় ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
বুধবার রাতে মস্কো থেকে ২শ কিলোমিটারেরও কম দূরত্বে কালুগা অঞ্চলে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। এ ধরনের হামলা রাজধানী মস্কোতেও চালানো হয়েছিল।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা কালুগায় ‘ড্রোন দিয়ে একটি সন্ত্রাসী হামলা’ ব্যর্থ করে দিয়েছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, বুধবার রাতে মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চল অতিক্রম করার চেষ্টাকালে ছয়টি ড্রোনকে বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল।
মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটের টেলিগ্রাম পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন বলেন, মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য নেই, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।