সোমবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
বরিশাল – ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমূখি সংঘর্ষে প্রবাসী নারী নিহত অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমের ফুলেল শুভেচ্ছা বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার জঙ্গিবাদ বিষয়ে কুমিল্লায় চট্রগ্রাম ও সিলেট বিভাগের ৭২ শিক্ষকের মধ্যে পাঠদান করলেন এসপি খাইরুল আলম বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ ৭ ডাকাত গ্রেফতার কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্র উদ্ধার এপিএস মামুনের ‘দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে’ শাহবাগ থানায় রোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগের নাঈম অধিকারের সম্পাদক-পরিচালকের ২ বছর কারাদণ্ড

ঘূর্ণিঝড় এর নামকরণ যেভাবে করা হয় !

মিজানুর রহমানঃবিশ্ব আবহাওয়া সংস্থা World Meteorological Organization(WMO:১৯৫০) এর আঞ্চলিক কমিটিগুলোই নিজ নিজ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে।

জাতিসংঘের এশিয়া- প্যাসিফিক অঞ্চলের আবহাওয়াবিদদের নিয়ে গঠিত সংস্থা ” এস্কেপে ” উত্তর ভারতীয় মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে।

North Indian Ocean cyclone area ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি পূর্ব অক্ষাংশ পর্যন্ত এ অঞ্চল বিস্তৃত। ঘূর্নিঝড়ের তীব্রতা এবং ক্ষতির দিক বিবেচনা করে এদের নামকরন করা হয়।

আবহাওয়াবিদদের মতে, ভয়াবহতার দিক থেকে সব ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য প্রায় একই থাকে। তবে স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়গুলোর নাম ভিন্ন হয়ে থাকে।
যেমন ভারত মহাসগরীয় অঞ্চল থেকে উৎপন্ন ঘূর্ণিঝড়গুলোকে সাইক্লোন বলা হয়। টাইফুন বলা হয় প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোকে। আর হারিকেন বলা হয় আটলান্টিক মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে।

“এস্কেপে প্যানেল” এশিয়া- প্যাসিফিক অঞ্চলের দেশ- বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ওমান নিয়ে গঠিত। ২০০০ সালে এস্কেপের সম্মেলনের প্রস্তাবনা অনুযায়ী প্রতিটি দেশ থেকে ঘূর্ণিঝড়ের ১০টি নাম জমা নেওয়া হয় এবং এখান থেকেই পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়।

জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপের আবহাওয়াবিদদের নিয়ে গঠিত একটি কমিটি এ ঘূর্ণিঝড়ের নামকরণ করে রেখেছে। ধারাবাহিকভাবে সাজানো নামগুলো পর্যায়ক্রমে ঝড়ের নামকরণ হিসাবে আসবে। বাংলাদেশের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত সম্ভাব্য ঘূর্ণিঝড়টির (ফণী) নামকরণ করা হয়েছে।

ঘূর্নিঝড় ‘সিডর’ যা ‘রক্তচক্ষু’, কিংবা ‘মহাসেন’র নাম রাখা হয়েছিলো শ্রীলংকার তৃতীয় শতকে শাসক রাজা’র নামানুসারে, হুদহুদের নাম রাখা হয়েছে ওমানের প্রস্তাবিত একটি পাখির নামানুসারে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ এর পরে ভবিষ্যতে যে ঘূর্ণিঝড়গুলো আঘাত হানবে তার নামগুলো হবে পর্যায়ক্রমে- বায়ু, হিকা, কায়ের, মহা, বুলবুল, সোবা ও আমপান।

লেখক,মোঃমিজানুর রহমান
ভূগোল ও পরিবেশ বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়