বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং, ভোর ৫:০৯
শিরোনাম :
আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

হাফসেঞ্চুরি করে আউট হয়ে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক  এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও।

আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।

সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী।

সে লক্ষ্যে প্রথমে ব্যাটিং পেয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

ইতিমধ্যে হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। এবার হাফসেঞ্চুরির খাতায় নাম লেখালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে হাফসেঞ্চুরির পর পরই আউট হয়ে গেলেন সাকিব।

৩৬তম ওভারের শেষ বলে পঞ্চাশ ছুঁয়েছেন সাকিব। মিডিয়াম ফাস্টবোলার কিওন হাডিংয়ের বল শর্ট মিডউইকেটে পাঠিয়ে ক্যারিয়ারের ৪৮তম অর্ধশতক পূরণ করেন সাকিব।

কিন্তু পরের ওভারেই রেইফারের বলে সরাসরি বোল্ড হয়ে যান সাকিব। আউট হওয়ার আগে ৮১ বলে ৫১ রান স্কোর বোর্ডে জমা করেন তিনি।

আজ ফিফটি পেয়েছেন অধিনায়ক তামিমও।

৭০ বলে ৭১.৪৩ স্ট্রাইকরেটে অর্ধশতক করেন তামিম। ওয়ানডেতে বাঁহাতি এই ওপেনারের ৪৯তম ফিফটি।

তবে তামিমও ফিফটির পর বেশিক্ষণ টেকেননি।

৭০ বলে পঞ্চাশ স্পর্শ করার পর মোহাম্মেদকে ছক্কায় ওড়ান বাংলাদেশ অধিনায়ক। এর কয়েক বল পর ব্যক্তিগত ৬৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেন এ ড্যাশিং ওপেনার।

তামিমকে ফিরিয়েছেন ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দেওয়া আলজারিও জোসেফ। নিজের ও ইনিংসের প্রথম ওভারেই শূন্যরানে ওপেনার লিটন দাসকে আউট করেন জোসেফ। এবার তার শিকার আরেক ওপেনার তামিম ইকবাল।

একের পর এক শর্ট বল করে যাচ্ছিলেন জোসেফ। অবশেষে পরিকল্পনা সফল হয় তার। ২৮তম ওভারের শেষ বলে জোসেফের করা শর্ট বল খেলতে গিয়ে মিডউইকেটে দাঁড়িয়ে থাকা আকিল হোসেইনের হাতে ক্যাচ তুলে দেন তামিম।

আউট হওয়ার আগে সাকিবের সঙ্গে ১২১ বলে ৯৩ রানের জুটি গড়েন তামিম।

সাকিব সাজঘরে ফেরার পর মাঠে নেমেছেন ‘দ্যা পিলার’ মাহমুদউল্লাহ রিয়াদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার খেলা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৯ রান। মুশফিক ৩৮ বলে ৩৯ রান ও রিয়াদ ১৫ বলে ১৫ রানে অপরাজিত রয়েছেন।