ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লায় কেন্দ্রীয় শহীদ মিনারে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪” উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো:খাইরুল আলম।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) ভোর ৫টা ৫৬ ঘটিকায় কুমিল্লা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনি এবং পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শুরু হয়।
এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।