শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমের ফুলেল শুভেচ্ছা বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার জঙ্গিবাদ বিষয়ে কুমিল্লায় চট্রগ্রাম ও সিলেট বিভাগের ৭২ শিক্ষকের মধ্যে পাঠদান করলেন এসপি খাইরুল আলম বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ ৭ ডাকাত গ্রেফতার কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্র উদ্ধার এপিএস মামুনের ‘দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে’ শাহবাগ থানায় রোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগের নাঈম অধিকারের সম্পাদক-পরিচালকের ২ বছর কারাদণ্ড বিশ্বে ৩৩ কোটি শিশু দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে

বিনা টিকেটে দেখা যাবে নারী এশিয়া কাপ

ডেস্করিপোর্ট  নারী এশিয়া কাপের অষ্টম আসর শুরু হচ্ছে ১ অক্টোবর থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে বিনা টিকেটে দেখা যাবে এই আসরের প্রতিটি ম্যাচ। ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো সিলেট পৌঁছেছে।

এই আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। টি-২০ বিশ্বকাপের বাছাইয়ে সবকটি ম্যাচে জয়লাভের পর ফিরে এসেই মাঠে অনুশীলন করছে তারা।

এবারের আসরে মোট ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সবকয়টি খেলা বিনা টিকিটে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতীয় স্পোর্টস চ্যানেল ‘স্টার স্পোর্টস’ ও দেশীয় কয়েকটি চ্যানেলে ম্যাচগুলো দেখা যাবে।

খেলার সময়সূচি অনুযায়ী, প্রথম দিন থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। ৬ অক্টোবর তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে মেয়েরা। চতুর্থ ম্যাচ ভারতের বিপক্ষে। এছাড়া ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এদিকে, মেয়েদের এই টুর্নামেন্টকে সামনে রেখে রাস্তা সংস্কার, উইকেট প্রস্তুত থেকে শুরু করে ফ্লাড লাইটসহ পরিপূর্ণ প্রস্তুত করা হয়েছে ভেন্যু। ২৪টি ম্যাচের ১৫টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ভেন্যুতে এবং গ্রাউন্ড-২ এ বাকি ৯টি।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে সেমিফাইনাল খেলবে টেবিলের শীর্ষ চারটি দল। ১৩ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।

সার্বিক প্রস্তুতি নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশী জানিয়েছেন, মেয়েদের এশিয়া কাপকে ঘিরে সংস্কারকাজসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে মাঠ।

তিনি জানান, এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে টিকিট লাগবে না। দীর্ঘদিন পর সবাই সুযোগ পাবে স্টেডিয়ামে বসে খেলা দেখার।