সোমবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, রাত ৩:৩৯
শিরোনাম :
বরিশাল – ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমূখি সংঘর্ষে প্রবাসী নারী নিহত অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমের ফুলেল শুভেচ্ছা বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার জঙ্গিবাদ বিষয়ে কুমিল্লায় চট্রগ্রাম ও সিলেট বিভাগের ৭২ শিক্ষকের মধ্যে পাঠদান করলেন এসপি খাইরুল আলম বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ ৭ ডাকাত গ্রেফতার কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্র উদ্ধার এপিএস মামুনের ‘দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে’ শাহবাগ থানায় রোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগের নাঈম অধিকারের সম্পাদক-পরিচালকের ২ বছর কারাদণ্ড

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডেস্করিপোর্ট  খাগড়াছড়ি জেলা শহরে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে উভয় দলের কমপক্ষ অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সকাল পৌনে ১০টায় সংঘর্ষের সময় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, লাটিসোটা নিয়ে হামলা পাল্টা হামলায় সমগ্র এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় শহরের পৌরসভা কার্যালয় চত্তর, শাপলা চত্বর আদালত সড়ক এলাকায় অগ্নিসংযোগ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় সকালে খাগড়াছড়ি পৌরসভা চত্তর ও জেলা বিএনপির অফিস সম্মুখে উভয় দলের নেতকর্মীরা এই হামলায় জড়িয়ে পড়ে। এতে জেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক মো.নুরুল আযম ও মো. আলমাস ও বিএনপির নেতা হোসেন মো. বাবু ও সদর থানার এসআই মামুন, এসআই মিনহাজসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী অভিযোগ করেছেন, জেলা আওয়ামী লীগ কর্মসূচি প্রস্তুতিকালে বিএনপি পরিকল্পিতভাবে এলোপাথারী হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা হামলার সময় খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে ঢুকে জানালার কাঁচ ভাঙচুর করে এবং অফিসের ফাইলপত্র তছনছ করে।

তিনি জানান, হামলাকারীরা এসময় ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিটন তালুকদারকেও মারধর করে গুরুতর আহত করেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী জেলা শহরে সংগঠিত বিএনপির এই পরিকল্পিত হামলার জন্য পুলিশের অনেকটা নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হওয়ার প্রাক্কালে আওয়ামী লীগ বিনা উস্কানিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হয়েছে।