বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং, সকাল ১১:৩২
শিরোনাম :
সাংবাদিকদের লেখনীর কারণেই জবাবদিহিতা সৃষ্টি হয় :বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত ইউএনও আমাকে একটি সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হয়েছে বরিশালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ বরিশালে এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর প্রতিষ্ঠা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাংচুর আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই : ডা. শফিকুর রহমান আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস যুক্তরাজ্যে মিলেছে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান বিজিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও ফুটবল প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। “অজুহাত নয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, র‌্যালি, আলোচনা সভা এবং ফুটবল প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও কমব্যাট জিবিভি প্রকল্পের আয়োজনে এডুকে বাংলাদেশ এর সহযোগিতায় বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার বলেন,একজন সচেতন মানুষ হিসেবে নারী ও শিশুর প্রতি কোন প্রকার নির্যাতন করা উচিত নয়। আমরা প্রত্যেক পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাস্তাঘাট, গনপরিবহনসহ সকল স্থানে নারী ও শিশুর প্রতি যেকোন প্রকার নির্যাতন সম্মিলিত ভাবে প্রতিরোধ করবো। শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধের চেষ্টা করবো। প্রয়োজনে ৯৯৯ এ ফোন দিবো।তিনি আরও বলেন, নারীদেরকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও অন যে কোনো বিষয়ে যোগ্যতা অর্জন করতে হবে। প্রয়োজনে তিনি যেন সেটা দিয়ে তার জীবন চালাতে পারেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান,বরিশাল সদর উপজেলা সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন এবং ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার মিয়া মজিবর রহমান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা র‌্যালিতে অংশগ্রহণ করে এবং শ্লোগানে শ্লোগানে রাস্তা মুখরিত হয়। আশেপাশের লোকজন দিবসটির তাৎপর্য বুঝতে পারেন। শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে নারী পুরুষ সমতার চিত্র তুলে ধরেছেন। সকল শিক্ষার্থী,শিক্ষক এবং অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কমব্যাট জেন্ডার বেইড ভায়োলেন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোসা: হাসিনা পারভীন,কমিউনিটি ফেসিলিটেটর অলিউল ইসলাম, ফাইন্যান্স এ্যান্ড এডমিন অফিসার অসিত দাস, ১৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।