সোমবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, রাত ১:১৭
শিরোনাম :
বরিশাল – ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমূখি সংঘর্ষে প্রবাসী নারী নিহত অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমের ফুলেল শুভেচ্ছা বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার জঙ্গিবাদ বিষয়ে কুমিল্লায় চট্রগ্রাম ও সিলেট বিভাগের ৭২ শিক্ষকের মধ্যে পাঠদান করলেন এসপি খাইরুল আলম বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ ৭ ডাকাত গ্রেফতার কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্র উদ্ধার এপিএস মামুনের ‘দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে’ শাহবাগ থানায় রোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগের নাঈম অধিকারের সম্পাদক-পরিচালকের ২ বছর কারাদণ্ড

কবিতা

আমার পন
প্রত্যাহ প্রভাতে করি এ পন।
সুষ্ঠ সুফলে যায়-
যেন মোর জীবন।
আমি ভালো হব
সদা সত্য কথা কবো
হইবো আল্লাহর’ই দাস।
করিব না কখনও আমি
কারও সাথে ত্রাস।
যায় যদি যাক প্রান,
না যেন হাড়াই এ মান।
করিব সদা শ্রষ্ঠাকে সন্মান।
নিত্ত দিন করিব এ পন
তিমিরে হাড়াই না যায়-
যেন আপন মন..!
স্ব ইচ্ছায় করিবনা
কখনও অন্যায়,
বিপদ আসিলে
ভাঙ্গিয়া না পড়ি কান্নায়।
লড়ব আমি ডান বামে
উপরে নিচে সব দিকে।
সদয় হও হে প্রভু
তুমি মোর গভীর অন্তরে।
সুখে দুঃখে থাকবে তুমি
আমারই চতুশ প্রান্তরে।
থাকিব যতদিন এ ভূবনে
করিব সদা পন
হে প্রভু..!
তোমারই পাক চরনে।।

 

লেখক,মো:শাহাদাৎ হোসেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পাওয়ার টেকনোলজি (৪র্থ বর্ষ) মঠবাড়িয়া, পিরোজপুর